১ বাদশাহ্নামা ১৫:৩৩ – বাদশাহ্ বাশা কোন সালে মারা গিয়েছিলেন?
১ বাদশাহ্নামা ১৫:৩৩—“এখানে বলা হয়েছে যে বাদশাহ্ আসার রাজত্বের ষড়বিংশ বছরে বাশা মারা গেলেন, কিন্তু ২ খান্দাননামা ১৬:১ অনুযায়ী তিনি ৩৬শ বছরে তিনি জীবিত ছিলেন।”
এখানে “রাজত্ব” এর মূল হিব্রু শব্দ হল מלכות “মাল্কুত”, যার অর্থ “রাজ্য”, শুধু “রাজত্বকাল” নয়।[1] যদি আমরা এই অর্থে ব্যাখ্যা করি, তাহলে এখানে বাদশাহ আসার ব্যক্তিগত রাজত্বকাল বোঝানো হচ্ছে না বরং তার রাজ্যের শুরু থেকে, অর্থাৎ ইসরাইলীয় এবং ইহুদী রাজ্য যখন দু’ভাগ হয়ে গেল সেই সময় থেকে (৯৩০খ্রীষ্টপূর্ব)। এইভাবে হিসাব করলে ১ বাদশাহ্নামার সঙ্গে পুঙ্খানুপুঙ্খভাবে মিলে যায়। অন্য কেউ কেউ মনে করেন এখানে একটি লিপিকরের ভুল দেখা যাচ্ছে, কারণ পুরাতন হিব্রু বর্ণমালায় ‘৩’ এবং ‘১’ নেক কাছাকাছি।
অন্যান্য সম্পর্কিত প্রবন্ধ:
কিতাবুল মোকাদ্দস এবং কোরআনের পাণ্ডূলিপির মধ্যে ভিন্নপাঠ
এই অর্থে ‘মাক্লুত’ এর ব্যবহার দেখা যায় ২ খান্দাননামা ১:১, ১১:১৭, ২০:৩০, নহিমিয়া ৯:৩৫, এবং ইষ্টার ১:১৪ ↩︎