জাগো খ্রীষ্টান জাগো-৩
নবীর কিতাবে তাঁরই মৃত্যু ও কবরের গল্প
আমরা জানি যে, তাওরাত মূসা (আ)-এর উপর অবতীর্ণ। অথচ প্রচলিত তাওরাতের দ্বিতীয় বিবরণের ৩৪ অধ্যায়ে মূসা (আ)-এর মৃত্যু, দাফন, কবর. তার উম্মাতের ত্রিশ দিন শোক পালন এবং যুগের আবর্তনের মূসার কবরটি হারিয়ে যাওয়ার বর্ণনা রয়েছে।
একটি কিতাব যে শুধু একজনকে দিয়েই আল্লাহকে পাঠাতেই হবে, আমরা কি আল্লাহকে সেইভাবে সীমাবদ্ধ করতে পারি? এখানে লেখক তার ভিত্তিহীন ধারণা বা অনুমান দিয়ে আল্লাহর কালামকে বিচার করছে। বলা হয় যে তৌরাত শরিফ মূসার উপর অবতীর্ণ হয়েছে কারণ তৌরাতের বেশির ভাগ মূসার মাধ্যমে লেখা হয়েছে (দেখুন হিজরত ২৪:৪, হিজরত ৩৪:২৭, শুমারি ৩৩:২, দ্বিতীয় বিবরণ ৩১:৯)। কিন্তু মূসার শিষ্য ইউসা, যিনি আল্লাহর মনোনীত এবং নিজেই একজন নবী (হিজরত ১৫:২০) মূসার লেখাগুলো লিপিবদ্ধ করেছিলেন (ইউসা ৮:৩২) এবং পাক-রুহের পরিচালনায় তিনি শুমারি কিতাবের শেষ আয়াতগুলোও লিখেছিলেন।
আর ইঞ্জিলের বিষয় তো আরো অদ্ভূত। আমরা জানি যে, মহান আল্লাহ ঈসা (আ)-এর উপর ইঞ্জিল নাযিল করেন। ঈসা মাসীহ জীবদ্দশায় ইঞ্জিল প্রচার করেছেন (মথি ৪:২৩, মথি ৯:৩৫, মথি ১১:১৫; মার্ক ১:১৪-১৫, মার্ক ৮:৩৫; মার্ক ১০:২৯; লূক ৯:৬)। কিন্তু প্রচলিত ইঞ্জিলগুলির সবগুলিতেই ঈসা মাসীহের মৃত্যু, কবর, কবর থেকে বের হওয়া… ইত্যাদি বিবরণ বিদ্যমান। পাঠক কি মনে করেন, আল্লাহ মূসার (আ) কিতাবে তার মৃত্যু ও তৎপরবর্তী ঘটনাবলি এবং ঈসার (আ) কিতাবে তার মৃত্যু ও তৎপরবর্তী ঘটনাবলির বিবরণ নাযিল করেছিলেন?
এই প্রশ্নের উত্তর এখানে (ভিডিও দেখুন ও প্রবন্ধ পড়ুন)। এটাও পড়লে ভালো হবে।
বাইবেলে বলা হয়েছে যেঃ Yahweh ঈশ্বরই যাকোবের কাছে যেতে দেবার জন্য মিনতি করেছে। যাকোব নয়। আর এখানে স্পষ্ট বলা আছে যে, পুরুষরূপী ঈশ্বর দেখছেন যে তিনি যাকোবকে পরাজিত করতে পারছেন না। এ থেকে কি এটা বোঝায় যে তিনি ইচ্ছা করে হেরেছেন?!
আমার একটি ছেলে আছে; আমি তার সঙ্গে মাঝে মাঝে লড়াই করে খেলি, এবং মাঝে মাঝে হেরে যাওয়ার ভান করি আমার প্রিয় ছেলেকে উৎসাহিত করার জন্য। আমার মতে কেউ যদি এটা পড়ে মনে করে যে অবশ্যই “ঈশ্বরের ক্ষমতা সীমিত” এতো কিছু বুঝানোর পরে তার সাধারণ জ্ঞানের অভাব আছে। সবাই তো জানে আল্লাহ্ সর্বশক্তিমান, এবং এই ঘটনার পরেও ইয়াকুব আল্লাহ্কে “সর্বশক্তিমান আল্লাহ্” ডাকতেন (পয়দায়েশ ৪৮:৩)। আমার মতে সেই ব্যক্তিকে আরও বোঝানোর লাভ নেই।
কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে আমরা শুনতে চাই! নিচের ফর্ম দিয়ে যোগাযোগ করুন: