ইউনুসের চিহ্ন না কি ‘কোন চিহ্ন দেখানো হবে না’?

<blockquote class=”critic”><b>বাইবেলের_বৈপরিত্য </b>- ফরীশীদের যীশুর কাছে চিহ্ন চাওয়ার উত্তরের বর্ণনায় বৈপরিত্য – ভুলটি কার পবিত্র আত্নার না বাইবেল লেখকদের??✘যোনার চিহ্ন ছাড়া অন্য কোন চিহ্ন দেখানো হবেনা ৷ অর্থাৎ যোনার চিহ্ন দেখানো হবে ৷ (<a class=”intextreferencelink” href=”https://www.bible.com/bible/95/MAT.16.4-5.mbcl”>মথি ১৬:৪-৫</a>)✘ কোন চিহ্নই দেখানো হবে না 򐠠(<a class=”intextreferencelink” href=”https://www.bible.com/bible/95/MRK.8.11-13.mbcl”>মার্ক ৮:১১-১৩</a>) এখানে লক্ষ্য করুন দুই বর্ণনায় আসমান ও জমিন ব্যবধান ৷ </blockquote>

আসমান ও জমিন ব্যবধান??

<blockquote class=”critic”>মথি বলছে যোনার চিহ্ন দেখানো হবে ৷ আর মার্ক বলছে কোন চিহ্ন গেখানো হবে না
😂😝</blockquote>

দুইটি বর্ণনা দিচে দেওয়া হলো:

<blockquote class=”scripture”><p>”এ যুগের দুষ্ট ও ভ্রষ্টাচারী লোকেরা চিহ্নের খোঁজ করে, কিন্তু যোনার চিহ্ন ছাড়া আর কোন চিহ্নই তাদের দেখানো হবে না৷” এরপর যীশু তাদের ছেড়ে সেখান থেকে চলে গেলেন৷ (<a class=”intextreferencelink” href=”https://www.bible.com/bible/95/MAT.16.4-5.mbcl”>মথি ১৬:৪-৫</a>)</p>

<p class=”scripture”>”পরে সেখানে ফরীশীরা এসে যীশুর সঙ্গে তর্ক জুড়ে দিল৷ তাঁর কাছে আকাশ থেকে কোন অলৌকিক চিহ্ন দেখতে চাইল৷ তাদের উদ্দেশ্য ছিল তাঁকে পরীক্ষা করা৷ তখন তিনি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, “এই যুগের লোকরা কেন অলৌকিক চিহ্ন দেখতে চায়? আমি তোমাদের সত্যি বলছি কোন অলৌকিক চিহ্ন এই লোকদের দেখানো হবে না৷” তখন তিনি তাদের ছেড়ে নৌকা করে হ্রদের অপর পারে গেলেন৷”(<a class=”intextreferencelink” href=”https://www.bible.com/bible/95/MRK.8.11-13.mbcl”>মার্ক ৮:১১-১৩</a>)</p></blockquote>

<p>দুটোই একই সারমর্ম : ফরিশীরা চাচ্ছিল যেন ঈসা তাদের সামনেই একটি অলৌকিক চিহ্ন দেখান, কিন্তু তিনি সেটা করতে অস্বীকার করলেন। তারা শত শত বছর আগেকার “ইউনুসের চিহ্ন” নিয়ে ভাবতে পারে, (এবং ভবিষ্যতে তার পূর্ণতাও দেখবে), কিন্তু তাদের দাবি মত ঈসা তাদের সামনে কোন অলৌকিক কাজ দেখাবে না। তাই দুই উত্তর একই, শুধু একটু ভিন্নভাবে বলা। একটি সংক্ষিপ্ত (মার্ক), একটি বিস্তারিত (মথি)।</p>

<p>এমন দুর্বল ‘অমিল’ এর চেয়ে আরো বড় কোনো ভুল তারা ধরতে পারবে না? সেটা প্রমাণ করছে যে ইঞ্জিলের যুক্তি খণ্ডন করতে তারা কত আশাহত হয়ে গেছে।</p>

কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে আমরা শুনতে চাই! নিচের ফর্ম দিয়ে যোগাযোগ করুন:

Enable javascript in your browser if this form does not load.

Comments are closed.