২ বাদশাহ্নামা ২৪:৮ – যেহোয়াখীন কত দিন রাজত্ব করেছিলেন?
২ বাদশাহ্নামা ২৪:৮—“যেহোয়াখীন জেরুজালেমের তিন মাস রাজত্ব করলেন (২ বাদশাহ্নামা ২৪:৮) নাকি ৩ মাস ১০ দিন (২ খান্দাননামা ৩৬:৯)?”
খান্দাননামায় মাস ও দিনের সুনির্দিষ্ট সংখ্যা দেয়া হয়েছে, বাদশাহ্নামায় কেবল মাসের সংখ্যা দেয়া হয়েছে। দিনের সুনির্দিষ্ট সংখ্যা বাদ দিলে কী সমস্যা? সময়ের হিসাব করলে সবসময় কাছাকাছি সংখ্যা দিতে হয়, নাহলে আমরা কি দাবী করবো যেন সবসময় মাস, দিন, ঘন্টা, মিনিট এমনকি সেকেন্ডের সুনির্দিষ্ট দিতে হয়? অবশ্যই না। ৩ মাস ১০ দিনকে শুধু ‘৩ মাস’ বলা খুব স্বাভাবিক। কোরআন শরীফের মধ্যে একই রকম কাছাকাছি সংখ্যা আছে। সূরা লোকমান ১৪ এবং বাকারা ২৩৩ অনুযায়ী মাই ছাড়াতে ২ বছর (অর্থাৎ ২৪ মাস লাগে, কিন্তু সূরা আল-আহ্কাফ ৪৬:১৫ অনুযায়ী গর্ভধার কাল ও মাই ছাড়ানো পর্যন্ত হয় ৩০ মাস, অর্থাৎ ৩০ থেকে ৯ বিয়োগ করলে মাই ছাড়ানোর সময় হয় মাত্র ২১ মাস। একই ভাবে ইবন আব্বাস এক জায়গায় লিখেছেন যে হযরত মুহাম্মদ (সা) মক্কায় ছিলেন ১৩ বছর,১ অন্য জায়গায় তিনি লিখেছেন ১০ বছর।২
- সহীহ্ বোখারী ৫ম খণ্ড পৃষ্ঠা ২৪২
- সহীহ্ বোখারী ৫ম খণ্ড পৃষ্ঠা ১৫৬
কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে আমরা শুনতে চাই! নিচের ফর্ম দিয়ে যোগাযোগ করুন:
Leave a Reply