মাখা কার মেয়ে?

২ শামুয়েল ১৩:২৭—“বাদশাহ্‌ অবিয়ের মা কে ছিল—গিবিয়ার উরীয়েলের মেয়ে মাখা (২ খান্দাননামা ১৩:২) নাকি অবশালোমের মেয়ে মাখা (২ খান্দাননামা ১১:২০ ও ২ শামুয়েল ১৩:২৭)?”

নিচে বংশতালিকা দেওয়া আছে:

        অবশালোম/অবিশালোম
|
তামর ——— উরীয়েল
|
মাখা/মিখাইয়া ——— রহবিয়াম
|
অবিয়

 


হিব্রুতে “মেয়ে” (בַּת বাথ্‌ ) শব্দটা “নাতিনী” হিসেবেও ব্যবহার করা হয় (উদাহরণস্বরূপ ২ শামুয়েল ১:২৪ এবং পয়দায়েশ ৪৬:১৫ দেখুন)। তাই অবিয়ের মা উরীয়েলের মেয়ে এবং অবশালোমের নাতিনী। মিখাইয়া হচ্ছে মিখার একটি ভিন্ন উচ্চারণ, হিব্রু নামের ক্ষেত্রে যেমন করে প্রায়ই হয়।

কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে আমরা শুনতে চাই! নিচের ফর্ম দিয়ে যোগাযোগ করুন:

Enable javascript in your browser if this form does not load.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *