২ শামুয়েল ২৪:৯ – বাহিনীর মোট সংখ্যা কত?
২ শামুয়েল ২৪:৯—(প্রথম প্রশ্ন) “এখানে বলা হয়েছে ইসরাইলের বাহিনীর মোট সংখ্যা আট লক্ষ এবং এহুদার ৫ লক্ষ, কিন্তু ১ খান্দাননামা ২১:৫,৬ আয়াত অনুযায়ী ইসরাইলীয় বাহিনীর সংখ্যা ছিল ১১ লক্ষ এবং এহুদার ৪.৭ লক্ষ।”
২ শামুয়েলে অনুযায়ী “তলোয়ার চালাতে পারে এমন ‘বলবান লোক’ (হিব্রু אִישׁ חַיִל ঈয়শ হায়ীল )” তাদের সংখ্যা আট লক্ষ, কিন্তু সেই হিসাবের মধ্যে ১ খান্দাননামা ২৭:১-১৫ আয়াতে বর্ণিত ২৮৮ হাজারের স্থায়ী সৈন্যবাহিনী ছিল না, এবং ২ খান্দাননামা ১:১৪ আয়াতে বর্ণিত ১২ হাজার সৈন্যের জেরুজালেম শহরের বিশেষ সৈন্যদল ছিল না। এগুলো যোগ করলে আমরা ১১ লক্ষ পাই, হুবহু সেই ২১ খান্দাননামা ২১:৫ আয়াতের সংখ্যা! ১ খান্দাননামাতে এই বিশেষ “বলবান লোক” কথাটি ব্যবহার করা হয় নি।
এহুদার বাহিনীর ক্ষেত্রে একই— ১ খান্দানন্মা ২১ অধ্যায়ে ৪.৭ লক্ষ সংখ্যার মধ্যে ২ শামুয়েল ৬:১ উল্লেখিত স্থায়ী সৈন্যবাহিনীর ৩০ হাজার জন যোগ করা হয় নি। ১ খান্দাননামা ২১:৬ আয়াতে পরিষ্কারভাবে বলা হয়েছে যে যোয়াব আদমশুমারীটা শেষ করতে পারেননি কারণ বাদশাহ্র এই হুকুম তার কাছে খারাপ মনে হল।
কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে আমরা শুনতে চাই! নিচের ফর্ম দিয়ে যোগাযোগ করুন:
Leave a Reply