পিতা নিজ কন্যাকে ধর্ষকের কাছে তুলে দেওয়া
প্রশ্ন:
একজন পিতা, নিজ কন্যাকে ধর্ষকের কাছে তুলে দিতে চায়
খ্রিষ্টানদের বাইবেলে, একজন পিতা, নিজ কন্যাকে ধর্ষকের কাছে তুলে দিতে চায় (বাইবেল, আদিপুস্তুক ১৯:১-৩৮) । “লোটের” এর বাড়িতে ২ জন মেহমান আসল। তখন সন্ধ্যায়,”সদোম শহরের” লোকেরা “লোটের” বাড়ি ঘিরে পেললো… এবং তারা বললো, তোমার মেহমানরা কোথায়?..তাদের সাথে আমরা যৌন সহবাস করবো?… তখন, “লোট” বলল,
“দেখ- আমার দুটি মেয়ে আছে – কোনও পুরুষ তাদের স্পর্শ করে নি। তোমাদের জন্যে আমি নিজের কন্যাদের দেব। তোমরা তাদের নিয়ে যা খুশী করতে পারো| কিন্তু দয়া করে এই অতিথি দুজনের প্রতি কিছু করো ন… এই দুজন আমার ঘরে এসেছে এবং আমার, অবশ্যই এদের রক্ষা করা উচিত।”” (বাইবেল, আদিপুস্তুক ১৯:৮)
উত্তর:
সেখানে কি বলা হয়েছে যে লোটের এই কথা ভালো বা প্রশংসার যোগ্য ছিল? অবশ্যই না, পাঠক সরাসরি বুঝতে পারবে যে লোটের প্রস্তাব খারাপ ছিল। তৌরাত শরীফে লোটকে কোনো আদর্শ মানুষ হিসেবে তুলে ধরা হয়না, এবং তার এই কথার কোনো সমর্থন দেওয়া হয় না। আমরা বুঝতে পারি যে সেই খারাপ শহর লোটের চরিত্রের উপর অনেক খারাপ প্রভাব ফেলেছে যে তিনি এতো খারাপ একটি প্রস্তাব দিতেন তার মেহমানদের রক্ষা করার জন্য।
কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে আমরা শুনতে চাই! নিচের ফর্ম দিয়ে যোগাযোগ করুন:
Leave a Reply