আইয়ুব ১০:৯-১০ – মানুষ পনিরের মত তৈরি?
তৈরি হয়েছে।”
এই উদ্ধৃতি হচ্ছে আল্লাহ্র প্রতি আইয়ুবের অভিযোগের একটি অংশ, যেখানে আইয়ুব ভুল করে দাবি করেছেন যে তিনি আল্লাহ্র গোপন কথা জানেন। কিন্তু আল্লাহ্ তাকে এইভাবে সমালোচনা করেছেন:
তখন মাবুদ ঝড়ের মধ্য থেকে আইয়ুবকে জবাব দিলেন। তিনি বললেন, “এ কে, যে জ্ঞানহীন কথা দিয়ে আমার পরিকল্পনাকে সন্দেহ করে? তুমি বীরের মত কোমর বাঁধ; আমি তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করব আর তুমি আমাকে জবাব দেবে। আমি দুনিয়ার ভিত্তি স্থাপন করবার সময় তুমি কোথায় ছিলে? যদি তোমার বুদ্ধি থাকে তবে বল। (আইয়ুব ৩৮:১-৪)
আইয়ুব কিতাবে স্পষ্টভাবে আছে যে আইয়ুবের কথা ছিল “জ্ঞানহীন”, তিনি “ইলমে-গায়েব” (সৃষ্টির রহস্যগুলো) জানার দাবী করছিলেন। তারপর হযরত আইয়ুব তওবা করেন, এবং আল্লাহ্ তাকে সম্মান করেন। তাই অবশ্যই এখানে বৈজ্ঞানিক ভুলের অভিযোগ করা যাবে না।
আবার এরিস্টটলের কথা কপি করার অভিযোগ অসম্ভব, কারণ এরিস্টটল খ্রীষ্টপূর্ব ৪র্থ শতাব্দীতে লিখতেন এবং আইয়ুব লেখা হয়েছে কমপক্ষে একটি শতাব্দী আগে। কোন নকল হলে তা বিপরীত দিকে হত।
কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে আমরা শুনতে চাই! নিচের ফর্ম দিয়ে যোগাযোগ করুন:
Leave a Reply