কাবিলের ‘ভবিষ্যদ্বানী’ ভুল?
পয়দায়েশ ৪:১২-১৬—“এখানে একটি ভুল ভবিষ্যদ্বানী আছে, কারণ ১২ আয়াতে বলা হয়েছে যে কাবিল পলাতক হয়ে দুনিয়াতে ঘুরে বেড়াবে, কিন্তু ১৬ আয়াতে বলা হয় যে তিনি নোদ নামে একটা দেশে বাস করতে লাগল।”
ভবিষ্যদ্বানী দুটা কথা বলেছে – যে তার আপন দেশ থেকে কাবিল নির্বাসিত হবে এবং যে তিনি একজন נוּע (ফেরারী) এবং נוּד (মুসাফির) হবে। হিব্রুতে এই দুই শব্দ ‘ফেরারী’ এবং ‘মুসাফির’ মূলত বোঝায় যে তাঁকে হত্যা করার জন্য মানুষ তাকে তাড়িয়ে দেবে। কিন্তু ১২ এবং ১৬ আয়াতের মধ্যে লক্ষ্য করতে হবে যে আল্লাহ্ তার শাস্তি কমিয়ে দিয়েছেন যখন কাবিল হতাশ হয়ে গেল। আল্লাহ্র রহমতে তিনি বলেছেন যে, হ্যাঁ, তিনি নির্বাসিত হবে, কিন্তু
মালোচনা করেছে, তিনি হয়ত জানে না যে কোরআন শরীফও এই প্রথম মানুষদের লম্বা আয়ু সমর্থন করে:
“আমি তো নূহ্কে তাহার সম্প্রদায়ের নিকট প্রেরণ করিয়াছিলাম। সে উহাদের মধ্যে অবস্থান করিয়াছিল পঞ্চাশ কম হাজার বছর।” (সূরা আনকাবূত ২৯:১৪)
তওরাত শরীফেও বলা হয় যে হযরত নূহ (আঃ) এর বয়স ছিল ৯৫০ বছর।
কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে আমরা শুনতে চাই! নিচের ফর্ম দিয়ে যোগাযোগ করুন:
Leave a Reply