আলাদা জলরাশি হলো কি করে?
“পরে ঈশ্বর বললেন, আকাশমন্ডলের নীচস্থ সমস্ত জল এক স্থানে একত্রিত হোক আর স্থল প্রকাশিত হোক। তাতে সেরূপ হলো। তখন স্থলের নাম ভূমি এবং জলরাশির নাম সমুদ্র রাখলেন।” (আদিপুস্তক ১:৯-১০)। যদি তা ই হয় – তাহলে ভিন্ন ভিন্ন স্থানে আলাদা আলাদা জলরাশি হলো কি করে ?
ভৌগোলিক ইতিহাস অনুযায়ী শুরুতে একটাই প্রাগৈতিহাসিক মহাদেশ ছিল – যাকে বলা হয় প্যানজিয়া, এবং ‘প্যান্থালাসা’ নামে একটি মাত্র মহাসমুদ্র ছিল, কিন্তু পরে সেগুলো ভেঙে বর্তমান মহাদেশ হয়ে গেল। যদিও এটা পয়দায়েশ ১:৯-১০ এর সঙ্গে আশ্চর্যভাবে মিলে যায়, কিতাবের সৃষ্টিবর্ণনাগুলো বৈজ্ঞানিক বিবরণ হিসেবে পড়া উচিত না, কারণ এর উদ্দেশ্য সেটা নয়।
কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে আমরা শুনতে চাই! নিচের ফর্ম দিয়ে যোগাযোগ করুন:
Enable javascript in your browser if this form does not load.